সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩,৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩,৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০০:০৮
সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩,৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খবর বিজ্ঞপ্তিঃ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩,৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

-ছবি বিজ্ঞপ্তির

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকা থেকে ৩,৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ ৫,১৩০ টাকা জব্দ করা হয়।

গত ১২ মে (সোমবার) সকাল ১০টা ৪৫ মিনিটে র‍্যাব-১২ এর অধিনায়ক এর দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার সহায়তায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

মোঃ আজগর আলী (৫৮), পিতা: মৃত খতিব উদ্দিন

মোছাঃ রাবেয়া বেগম (৪৫), স্বামী: মোঃ আজগর আলী
উভয়ের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতখামার এলাকায়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় তা বিক্রি করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।