বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ২৪ মে | Daily Chandni Bazar বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ২৪ মে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০০:২০
বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ২৪ মে
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ২৪ মে

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে ‘মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট’ আগামী ২৪ মে শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে এ টুর্ণামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ।

টুর্ণামেন্টে বগুড়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন এবং সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা চারটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। তবে উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা এবারের আসরে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

জুলাই আন্দোলনে বগুড়ার শহীদ চার সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলগুলোর নামকরণ করা হয়েছে— শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম একাদশ, শহীদ আব্দুল মান্নান একাদশ এবং শহীদ কমর উদ্দিন একাদশ।

টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে।
আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ১৫ মে’র মধ্যে তাদের নাম ও সংশ্লিষ্ট মিডিয়ার নাম ০১৭১৬-৯৪৮৮১৪ নম্বরে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের হোয়াটসঅ্যাপে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।