ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন | Daily Chandni Bazar ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০০:২১
ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বগুড়া মহাস্থানগড় সংবাদদাতাঃ

ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি- সংবাদদাতা

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (২৫ মে ২০২৫) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা নূরে আলম বেলজার রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল আলম মন্ডল

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান

লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাফতুন আহম্মেদ

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ

সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন

ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত

যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পূর্বে প্রধান অতিথিকে বিদ্যালয় ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিদ্যালয়টির সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।