রংপুরে ধর্মঘটে অচল পেট্রোলপাম্প, দুর্ভোগে সাধারণ মানুষ | Daily Chandni Bazar রংপুরে ধর্মঘটে অচল পেট্রোলপাম্প, দুর্ভোগে সাধারণ মানুষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০০:৩৭
রংপুরে ধর্মঘটে অচল পেট্রোলপাম্প, দুর্ভোগে সাধারণ মানুষ
জালাল উদ্দিন, রংপুর:

রংপুরে ধর্মঘটে অচল পেট্রোলপাম্প, দুর্ভোগে সাধারণ মানুষ

কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে রংপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ডিপো বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে মালিক সমিতি। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ-এর ডাকে এই ধর্মঘট আজ শনিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যকর ছিল।

ধর্মঘট চলাকালে রংপুর মহানগরসহ আশপাশের জেলাগুলোর অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যানবাহন চালক, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ। অনেক যানবাহন রাস্তায় অচল হয়ে পড়ে। তেল না পেয়ে অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন।

পেট্রোল পাম্প মালিকরা বলেন, কমিশন বাড়ানো, বৈধ লাইসেন্স নবায়নের জটিলতা দূর করা, নিরাপত্তা নিশ্চিত করা, ট্যাংকলরি পরিবহনে হয়রানি বন্ধসহ ১০ দফা দাবিতে তারা বহুদিন ধরে আন্দোলন করে আসছেন। দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়েই ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন। তারা আরও জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে অনির্দিষ্টকালের ধর্মঘটের মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকপক্ষের দাবিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, হঠাৎ করে এমন ধর্মঘটে জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা এড়াতে আগাম সতর্কতা ও বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তারা মনে করেন, জরুরি সেবা ও দূরপাল্লার যান চলাচল নিশ্চিত রাখতে সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।