বগুড়ায় নজরুলজয়ন্তীতে ‘নব আনন্দে জাগো’ অনুষ্ঠান | Daily Chandni Bazar বগুড়ায় নজরুলজয়ন্তীতে ‘নব আনন্দে জাগো’ অনুষ্ঠান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০০:৩৯
বগুড়ায় নজরুলজয়ন্তীতে ‘নব আনন্দে জাগো’ অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় নজরুলজয়ন্তীতে ‘নব আনন্দে জাগো’ অনুষ্ঠান

ছবি- বিজ্ঞপ্তির

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ রোববার বিকাল ৫টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নব আনন্দে জাগো’ শিরোনামে এই আয়োজন করে ‘ক’জন শিল্পী গোষ্ঠী’ ও ‘ঋদ্ধ সৃজন’ নামের দুটি সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জান্নাহ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন—সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক কণিকা দেবনাথ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক শমি রায়, কবি বখতিয়ার শামীম এবং রোটারিয়ান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি ও কবিপুত্র কাজী সব্যসাচীর কন্যা খালিখালি কাজী।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও কথামালা।
আবৃত্তি পরিবেশন করেন লায়ন আব্দুল মোবিন জান্নাহ, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন মাহাবুব হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিমি ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।