রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প | Daily Chandni Bazar রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০১:১০
রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প
উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ

রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অধিনায়ক ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে রোববার উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা ক্যাম্পে ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার বিভিন্ন রোগী চিকিৎসা গ্রহণ করেন।

২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে: কর্ণেল মো. রকিব উদ্দিন মজুমদার এমসিপিএস, ডিএফএম, এএমসি জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা প্রদানসহ প্রায় ৩০ প্রকারের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

এদিকে ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।