জয়পুরহাটে হুইপ, এমপিসহ ১৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা | Daily Chandni Bazar জয়পুরহাটে হুইপ, এমপিসহ ১৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০১:১৪
জয়পুরহাটে হুইপ, এমপিসহ ১৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটে হুইপ, এমপিসহ ১৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগ নেতা বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার তদন্তের স্বার্থে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

শনিবার (২৪ মে) সন্ধ্যার আগে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেন। আদালতের আদেশ দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন জানান, গত ২২ মে তিনি ও ডিবির আরেক কর্মকর্তা ফারুক হোসেন আদালতে আবেদন করলে আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া ১৮ নেতার মধ্যে রয়েছেন—
সাবেক হুইপ ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, সংসদ সদস্য মো. জাকির হোসেন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ আল মাহমুদ চন্দন, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগ সভাপতি রাসেল দেওয়ান মিলন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাসহ অন্যান্য নেতারা।

এসআই জাহাঙ্গীর হোসেন আরও বলেন, "আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"