
প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০০:০৭
সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুস সামাদ
উপজেলা সংবাদদাতা, সলঙ্গা, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও আংশিক সলঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ বোর্ডের সদস্য ড. মুহাম্মদ আব্দুস সামাদকে এই আসনে মনোনীত করা হয়েছে।
জনপ্রিয় এই নেতা সলঙ্গার আমশড়া গ্রামের কৃতি সন্তান হিসেবে পরিচিত। তার প্রার্থিতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান।
এ উপলক্ষে জামায়াতের রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল (২৬ মে) সোমবার সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ড. আব্দুস সামাদের শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় নেতৃত্বের ভূমিকা তুলে ধরে তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।