পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০০:৪৮
পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ

পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) ঢাকা ডেলিগেশনের ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ম্যানেজার সুভাষ সিনহার নেতৃত্বে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) ও টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রস্থেটিক্স ও অর্থোটিক্স লিম্ব সেন্টারের প্রতিনিধি দল এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

সভাটি ২৬ মে সোমবার সকালে উপাচার্যের অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় দেশের উত্তরাঞ্চলে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও সেবার বিস্তার ও সহজতর করার লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগের প্রধান সোহানুল নিয়াজ ইমরান, সমন্বয়কারী মোঃ আমিন আহমেদ, টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগের সেন্টার হেড মোহাম্মদ শফিক, টিএমএসএস হেলথ সেক্টরের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মোঃ কাওসার বিন সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ এবং পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।