
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) ও আরডিএ বগুড়ার সহযোগিতায় “বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক দুই দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যায় বগুড়া নার্সিং হোম মিলনায়তনে আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেমিনার আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মশিহুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি একেএম রাজিউল্লাহ, অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, প্রফেসর ডাঃ সাহিদুর রহমান, ডঃ সাকিল আহম্মেদ, রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান, সৈয়দ ফজলে রাব্বী ডলার, সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, মোঃ ফজলুল হক, মাছুম আওরঙ্গজেব, অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো, হাসানুজ্জামান মোঃ ইদরিস, আসাদুল হক কাজল, অধ্যাপক আফজাল হোসেন জেমস এবং ইসরাফিল হোসাইন।
সেমিনার সফলভাবে আয়োজনের লক্ষ্যে রেজিস্ট্রেশন, প্রচার-প্রচারণা, প্রবন্ধ আহ্বান ও উপস্থাপন, ভেন্যু সাজসজ্জা, অতিথিদের ঐতিহাসিক স্থান পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য একটি উপদেষ্টা কমিটি, আয়োজক কমিটি এবং একাধিক উপ-কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।