
বগুড়ায় পরকীয়ার বিরোধ এবং যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ। রোববার (২৫ মে) রাতে শহরের জহুরুল নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ববি আক্তার (২২)। ঘটনার পর তার স্বামী রোহান বেপারী পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ তার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে।
উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, রাত সাড়ে ১০টার দিকে ববি আক্তারকে ছুরিকাঘাত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের বরাতে জানা যায়, সাত বছর আগে প্রেমের সম্পর্ক থেকে রোহানের সঙ্গে ববির বিয়ে হয়। তাদের একটি চার বছর বয়সী মেয়ে এবং দুই বছরের একটি ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামী রোহান এক নারী বেলির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব। এমনকি একসময় ববি নিজেই রোহানকে পরকীয়া প্রেমিকা বেলির সঙ্গে দ্বিতীয় বিয়ে দিতে বাধ্য হন। তবে সেই বিয়ে মাত্র এক মাস টিকে ছিল। পরবর্তীতে রোহান পুনরায় ববির কাছে ফিরে আসে, কিন্তু বেলির সঙ্গে গোপন যোগাযোগ অব্যাহত রাখে। বিষয়টি জানার পর ববি প্রতিবাদ জানালে, ঘরে কলহ চরমে পৌঁছায়।
নিহতের পরিবার অভিযোগ করে, পরকীয়ার প্রতিবাদ এবং যৌতুক না পেয়ে রোহান শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় তার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক রোহানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।