ইশরাকের শপথ আটকাতে আপিল বিভাগে আবেদন | Daily Chandni Bazar ইশরাকের শপথ আটকাতে আপিল বিভাগে আবেদন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০১:৫১
ইশরাকের শপথ আটকাতে আপিল বিভাগে আবেদন
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

ইশরাকের শপথ আটকাতে আপিল বিভাগে আবেদন

ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠানো রোধের জন্য এবার আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ।

গত ২২ মে হাই কোর্ট ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য মামুনুর রশিদের দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দেয়। এ আদেশ স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনটিতে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত করার দাবি করা হয়েছে।

আইনজীবী হুমায়রা নূর জানান, আপিল বিভাগের চেম্বার আদালতে শিগগিরই শুনানি হবে। তবে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মনে করেন, নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সঠিক ফোরাম নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল হওয়ায় হাই কোর্টে রিট মামলা করার এখতিয়ার নেই।

২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন। গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেয়।

ইশরাকের শপথ অনুষ্ঠানে বাধা এবং আইনি জটিলতার কারণে নগর ভবনে শপথ কার্যক্রম স্থগিত রয়েছে। একই সঙ্গে তার সমর্থকরা শপথ অনুষ্ঠানের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ দাবি এবং নতুন দল এনসিপির নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও তুমুল বিতর্কের মধ্যে পড়েছে।