বাংলাদেশমুখী ‘ঝুমুল’: মৌসুমি বৃষ্টিবলয়ের সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা | Daily Chandni Bazar বাংলাদেশমুখী ‘ঝুমুল’: মৌসুমি বৃষ্টিবলয়ের সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০১:৫৬
বাংলাদেশমুখী ‘ঝুমুল’: মৌসুমি বৃষ্টিবলয়ের সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

বাংলাদেশমুখী ‘ঝুমুল’: মৌসুমি বৃষ্টিবলয়ের সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কার পাশাপাশি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ‘ঝুমুল’ নামে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (২৭ মে) লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানিয়েছে, বুধবার (২৮ মে) থেকে দেশজুড়ে সক্রিয় হতে পারে মৌসুমি বৃষ্টিবলয় ‘ঝুমুল’, যার প্রভাব আগামী ৩ জুন পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয় হিসেবে চিহ্নিত হয়েছে, যা দেশের প্রায় সব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে।

বিশেষত রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এছাড়াও রাজধানী ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে। এতে করে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, নদীবন্দরগুলোতে সতর্কতা এবং কৃষিকাজে বিঘ্ন ঘটার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সম্ভাব্য ঝড় ও বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।