সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল জব্দ | Daily Chandni Bazar সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল জব্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মে, ২০২৫ ২৩:৫২
সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল জব্দ
আটক ৮ জন, কালোবাজারে বিক্রির অভিযোগ
রায়গঞ্জ, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৬ টন ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা হতে সংগৃহিত

 

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত মোট ১৬ টন ন্যায্যমূল্যের সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতভর চলা এই অভিযানে আটজনকে আটক করা হয়।

তথ্য গোপন করে গুদামে মজুত

সেনাবাহিনীর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, কিছু অসাধু ডিলার ও মিল মালিক তালিকাভুক্ত সুবিধাভোগীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত চাল গোপনে মজুত করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।


সদরে ১০ টন, রায়গঞ্জে ৬ টন চাল জব্দ

সিরাজগঞ্জ সদর:
মালশাপাড়া এলাকার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে প্রায় ৫০০ বস্তা (১০ টন) সরকারি চাল জব্দ করা হয়। মিলের মালিককে এ সময় আটক করা হয়।

রায়গঞ্জ উপজেলা:
চিরামপুর এলাকায় পরিচালিত অপর অভিযানে ৬ টন (৬ হাজার কেজি) চাল উদ্ধার করা হয়। এ সময় সাতজনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন:

১. মাহফুজ হোসেন (২৫)
২. শাকিল হোসেন (২৮)
৩. রাজু সেখ (২৫)
৪. শরিফ হোসেন (৩৫)
5. আলমগীর হোসেন (৩৬)
6. জাকির হোসেন (৩২)
7. সাইফুল ইসলাম (৩৫)
মিল মালিকের নাম জানানো হয়নি, তবে তাকে আটক করা হয়েছে।


প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি চাল গোপনে বাজারজাতের এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।