গাবতলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল | Daily Chandni Bazar গাবতলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মে, ২০২৫ ০১:১৮
গাবতলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গাবতলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ জিয়ার ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বগুড়া গাবতলীর বাগবাড়ী জিয়াবাড়ীতে উপজেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন। ছবি- সাব্বির হাসান/চাঁদনী বাজার

সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর বাগবাড়ী জিয়াবাড়ীতে উপজেলা বিএনপি ও অঙ্গদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উপজেলা বিএনপি সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন ও শাহাদত হোসেন খান সাগর। প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ, সুরাইয়া জেরিন রনি, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, আ: গফুর টুকু, আক্তারুজ্জামান লিটন, মোর্শেদ লেমন, সহ সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, আবু তাহের খন্দকার, নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মিনহাজুল, মশিউর রহমান সুমন, সদস্য জনি, আ: হালিম, উপজেলা তাতীদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, পৌর জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুট্টো, উপজেলা ছাত্রদলের  সভাপতি (ভার:) নাজমুল হাসান ডিটল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের  যুগ্ন আহবায়ক আরাফাত রহমান, ইলিয়াস মাহমুদ উজ্জল, সম্রাট বাদল, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সহ-সভাপতি তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন প্রমুখ। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।