চানাচুর-চিড়া ড্রামের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা, র‌্যাব-১২ এর অভিযানে গ্রেফতার ২ | Daily Chandni Bazar চানাচুর-চিড়া ড্রামের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা, র‌্যাব-১২ এর অভিযানে গ্রেফতার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুন, ২০২৫ ০০:৩৬
চানাচুর-চিড়া ড্রামের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা, র‌্যাব-১২ এর অভিযানে গ্রেফতার ২
খবর বিজ্ঞপ্তিঃ

চানাচুর-চিড়া ড্রামের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা, র‌্যাব-১২ এর অভিযানে গ্রেফতার ২

পাবনার ভাঙ্গুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় স্টিলের চানাচুর ও চিড়া ভাজার ড্রামের ভেতরে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ৩০ মে রাত ১২টা ৩০ মিনিটে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। মো. নয়ন হোসেনের বসতঘরের ভেতর থেকে মাদকের এই চালান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মো. রায়হান ইসলাম (২২), পিতা– মো. রফিকুল ইসলাম, উত্তর সাপটানা, লালমনিরহাট সদর
২. মো. হৃদয় সরকার (২৫), পিতা– মো. হামিদ সরকার, আগদিঘল উত্তরপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় বিক্রি করছিল। গাঁজা পরিবহন ও বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও নগদ ২৬০০ টাকা তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মামলা:

এ ঘটনায় পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।