রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্ব শুরু | Daily Chandni Bazar রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্ব শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুন, ২০২৫ ০২:০৫
রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্ব শুরু
জালাল উদ্দিন, রংপুরঃ

রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্ব শুরু

রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্বের শুভ সূচনা হয়েছে দিনাজপুরে। গতকাল সকাল ১০টা থেকে দিনাজপুর শিশু একাডেমি চত্বরে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই বইমেলা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা, সেমিনার এবং বিনামূল্যে বই বিনিময় কর্মসূচি।

বইমেলার আয়োজন করে রংপুরের স্বেচ্ছাসেবী পাঠাগার ‘আইডিয়া পাঠাগার’। মেলার সার্বিক পরিচালনায় ছিল শিক্ষার্থীদের সংগঠন ‘রূপান্তর’।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ড. মাসুদুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক তাপস মাহমুদ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক নার্গিস আখতার বানু ঝর্না, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সায়েন্স ফিকশন লেখক বিশ্বজিৎ দাস, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু, সমাজকর্মী মোশাররফ হোসেন, কবি অদিতি রায়, হিরা লাল, মেহনাজ পারভীন এবং তৈয়ব মৃধা প্রমুখ।

আয়োজনের সভাপতিত্ব করেন আইডিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক, কবি ও প্রকাশক সাকিল মাসুদ।
স্বাগত বক্তব্য রাখেন শাহরিয়ার রহমান নাফিস, রাইয়ান ইসলাম, সালমান রোহান, নাজিফা ও শিপুন।

আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করে আইডিয়া প্রকাশন, অদম্য ১৯, সম্মিলিত পাঠাগার আন্দোলন, সমৃদ্ধি ফাউন্ডেশন এবং ভেনাস অ্যান্ড রিয়াজ।

দিনব্যাপী আয়োজনে প্রায় ২০০টি বই বিনিময় হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই আয়োজন না হলে তারা সৈয়দ শামসুল হক, বেগম রোকেয়া, শওকত আলী ও মঞ্জু সরকারের মতো গুণী লেখকদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পেতেন না।

অনুষ্ঠান শেষে কুইজ ও সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে আইডিয়া প্রকাশনের পক্ষ থেকে পুরস্কারস্বরূপ বই, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।

এই ব্যতিক্রমধর্মী আয়োজনে স্কুল ও কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও পাঠক অংশগ্রহণ করেন।