ধুনটে নাশকতার মামলায় আইনজীবী গ্রেপ্তার | Daily Chandni Bazar ধুনটে নাশকতার মামলায় আইনজীবী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুলাই, ২০২৫ ০১:৩৬
ধুনটে নাশকতার মামলায় আইনজীবী গ্রেপ্তার
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

ধুনটে নাশকতার মামলায় আইনজীবী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় সাইদুর রহমান (৪৪) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার আরকাটিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাইদুর রহমান কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বগুড়ার একজন প্র্যাকটিসিং আইনজীবী এবং বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সদস্য হিসেবে পরিচিত।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী, যিনি মামলার তদন্ত কর্মকর্তা, বলেন—“২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় (মামলা নম্বর-১৮) সাইদুর রহমান সন্নিবিষ্ট আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। তদন্তের প্রেক্ষিতে সোমবার তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও জানান, “গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”

তবে এই বিষয়ে সাইদুর রহমানের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে তার গ্রেপ্তারের ঘটনায় আইনজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার অন্যান্য বিবরণ বা মামলায় আরও কেউ জড়িত আছে কিনা—তা জানা যায়নি।