
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের বাসিন্দা এবং তিনি আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া গ্রামে সাইফুল ইসলামের সঙ্গে তার শ্যালক জুয়েল হোসেনের পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুয়েল ছুরি দিয়ে সাইফুলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত শ্যালক জুয়েল হোসেনকে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।