রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা | Daily Chandni Bazar রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুলাই, ২০২৫ ০৪:১২
রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতিসত্তা বিষয়ক পদ যুক্তসহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে আদিবাসী ছাত্র সংগঠনসমূহ।  সোমবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনা তুলে ধরেন। 

প্রস্তাবনাগুলো হলো- পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা , স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা, যে সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নারীর ওপর নিপীড়ন কার্যকলাপের প্রমাণ আছে তাদেরকে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং ছাত্র সংসদের সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতা ভারসাম্য করা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য পরিলক্ষিত হয় এবং এখানে পাহাড় ও সমতলের অনেকগুলো জাতিগোষ্ঠীর ৫শ' এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বাঙালি ভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের অধিকার, ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং গবেষণায় রাকসু হতে পারে শিক্ষার্থীদের অন্যতম প্লাটফর্ম যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার পিছিয়ে পড়া অঞ্চল বা জাতিগোষ্ঠী থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতিনিধিত্বের সুযোগ প্রদান করার মাধ্যমে সকলের সমান অবস্থান ও মর্যাদা নিশ্চিত করবে।

এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), আদিবাসী স্টুডেন্টস্ এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন ছাত্র সংগঠন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।