রংপুরে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪–৫ টাকা, সবজিতেও ঊর্ধ্বগতি | Daily Chandni Bazar রংপুরে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪–৫ টাকা, সবজিতেও ঊর্ধ্বগতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুলাই, ২০২৫ ০৪:১৬
রংপুরে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪–৫ টাকা, সবজিতেও ঊর্ধ্বগতি
জালাল উদ্দিন, রংপুর

রংপুরে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪–৫ টাকা, সবজিতেও ঊর্ধ্বগতি

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই প্রায় সব ধরনের চালের দাম কেজিতে ৪–৫ টাকা করে বেড়ে গেছে। একইসঙ্গে বেড়েছে কিছু সবজি ও পাকিস্তানি জাতের মুরগির দাম। তবে স্বস্তির খবর হচ্ছে, কিছুটা কমেছে পোলট্রি ডিমের দাম। অপরদিকে, মাছ, মাংস, ডাল, আটা, ময়দা ও তেলের দাম স্থিতিশীল রয়েছে।

 চালের বাজারে ঊর্ধ্বগতি

রংপুর নগরীর সিটি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে চালের দাম নিম্নরূপে বৃদ্ধি পেয়েছে:

গুটি স্বর্ণা (মোটা): ৪৮–৫০ টাকা → ৫২–৫৪ টাকা

স্বর্ণা (চিকন): ৫৮–৬০ টাকা

বিআর-২৮: ৬০–৬৫ টাকা → ৭০–৭৫ টাকা

জিরাশাইল: ৬৮–৭০ টাকা → ৭২–৭৫ টাকা

মিনিকেট: ৮০–৮৫ টাকা → ৮৫–৯০ টাকা

নাজিরশাইল: ৯০–৯৫ টাকা

ব্যবসায়ীরা জানান, ধান-চালের মৌসুমেও হঠাৎ এই মূল্যবৃদ্ধির নির্দিষ্ট কোনো কারণ তারা জানেন না, তবে পরিবহন খরচ ও মজুতদারির প্রভাব থাকতে পারে।

মুরগির বাজারে মিশ্র চিত্র

ব্রয়লার মুরগি: ১৫০–১৬০ টাকা (অপরিবর্তিত)

পাকিস্তানি সোনালি: ২৫০–২৬০ → ২৮০–৩০০ টাকা

পাকিস্তানি হাইব্রিড: ২৩০–২৪০ → ২৬০–২৮০ টাকা

দেশি মুরগি: ৫৫০–৫৮০ টাকা (অপরিবর্তিত)

 ডিমের বাজার

পোলট্রি ডিম: পাইকারিতে ৩৫–৩৬ টাকা, খুচরায় ৩৮–৪০ টাকা (পূর্বে ৪০–৪২ টাকা)

সবজি বাজারে ভিন্নমুখী গতি

টমেটো: ৭০–৮০ → ১১০–১২০ টাকা

ঝিঙা: ২৫–৩০ → ৩৫–৪০ টাকা

বরবটি: ৩০–৪০ → ৫০–৬০ টাকা

কচুর লতি: ৩০–৪০ → ৪০–৫০ টাকা

কাঁচামরিচ: ৩০–৪০ → ৪০–৫০ টাকা

সজনে: ৮০–৯০ → ১০০–১২০ টাকা

করলা: ৩০–৩৫ → ৪০–৫০ টাকা

অন্যান্য সবজি (বেগুন, ঢেঁড়স, পটল, পেঁপে, শসা): তুলনামূলকভাবে স্থিতিশীল (২৫–৪০ টাকার মধ্যে)

আলুর বাজার

কার্ডিনাল আলু: ১৮–২০ টাকা (অপরিবর্তিত)

শিল আলু: ৪৫–৫০ টাকা

ঝাউ আলু: ৩০–৩৫ → ৪০–৫৫ টাকা

দেশি সাদা ও বগুড়ার লাল পাগড়ি আলু: ২৫–৩০ → ৩০–৩৫ টাকা

মাংসের দাম

গরুর মাংস: ৭২০–৭৫০ টাকা (অপরিবর্তিত)

ছাগলের মাংস: ১০০০–১২০০ টাকা (অপরিবর্তিত)

অন্যান্য

পেঁয়াজ: ৫০–৫৫ টাকা

আদা: ১২০–১৪০ টাকা

দেশি রসুন: ১২০–১৪০ টাকা

শুকনো মরিচ: ৩৫০–৪০০ টাকা

সব ধরনের শাক: ১০–২০ টাকা প্রতি আঁটি


সাধারণ ভোক্তাদের অভিযোগ, বাজারে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই দামের এই উর্ধ্বগতি তাদের নিত্যপণ্যের ব্যয় বহনে চাপ বাড়িয়ে দিচ্ছে। বাজার মনিটরিং আরও জোরদার করা না হলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।