
বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে লেইস প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিতজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার (৩০ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের প্রাঙ্গণে ফলদ, ওষধি ও বনজ বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানের নেতৃত্ব ও অংশগ্রহণ
এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব কাজী মুহ. মুন্জুরুল হক। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে পরিবেশবান্ধব এ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত ভাইস প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) মো. আলমগীর হোসেন, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. মইনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মো. আবদুল হামিদ, সহকারী শিক্ষক শ্যাম কুমার সরকার ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উদ্দেশ্য ও বার্তা
অনুষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা, সবুজ ক্যাম্পাস নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।