
সাধারণ মানুষের কল্যাণে আগামী এক বছর (২০২৫–২০২৬) সময়ের জন্য ৪৭টি জনহিতকর কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে রোটারি ক্লাব অব বগুড়া। সোমবার (৩০ জুন) দুপুরে শহরের বড়গোলা এলাকায় ক্লাব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. রেজাউল হক সাংবাদিকদের সামনে লিখিতভাবে এসব কর্মসূচির সারসংক্ষেপ তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সাইরুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৬–২০২৭) মো. সাজেদুল বারী লিখন, সেক্রেটারি মো. নবিউল ইসলাম নয়নসহ ক্লাবের অন্যান্য পরিচালকবৃন্দ।
রোটারির বৈশ্বিক লক্ষ্যের আলোকে কর্মপরিকল্পনা
রোটারি ক্লাব ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পল পি. হ্যারিস এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বিশ্বের নানা প্রান্তে সাতটি মূল লক্ষ্য নিয়ে কাজ করছে, যার মধ্যে রয়েছে:
শান্তি প্রতিষ্ঠা ও দ্বন্দ্ব নিরসন
রোগ প্রতিরোধ ও চিকিৎসা
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
মা ও শিশুর স্বাস্থ্য
মৌলিক শিক্ষা ও সাক্ষরতা
অর্থনৈতিক ও কমিউনিটি উন্নয়ন
পরিবেশ সুরক্ষা
ঘোষিত কিছু উল্লেখযোগ্য কর্মসূচি:
দরিদ্র ছাত্রদের জন্য স্লিপিং কিটস বিতরণ
জেলার প্রতিটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
অবহেলিত শিশুদের জন্য স্কুল স্থাপন
টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা
১০০ জন দরিদ্র মায়ের স্বাভাবিক ও সিজারিয়ান ডেলিভারিসহ চিকিৎসা সহায়তা
হেপাটাইটিস স্ক্রিনিং ও টিকাদান কর্মসূচি
তালগাছ রোপণের মাধ্যমে বজ্রপাত প্রতিরোধ
যুবকদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম
ইতিহাস ও লক্ষ্য
সভায় প্রেসিডেন্ট মো. রেজাউল হক বলেন, “১৯৩৭ সাল থেকে বাংলাদেশে এবং ১৯৮০ সাল থেকে বগুড়ায় রোটারি ক্লাবের কার্যক্রম চালু হয়। বগুড়ার রোটারি ক্লাব উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ সংগঠন, যার বর্তমানে ৯৮ জন সদস্য রয়েছে।”
তিনি জানান, করোনা মহামারিকালীন সময়ে সংগঠনটি খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তাসহ উল্লেখযোগ্য মানবিক কার্যক্রম পরিচালনা করেছে এবং আগামীতেও সামাজিক দায়বদ্ধতা থেকে এসব কর্মকাণ্ড জোরদার করা হবে।