বগুড়ার শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ার শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০১:৪৬
বগুড়ার শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
বগুড়া শাহজাহানপুর সংবাদদাতা:

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ অস্ত্র, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার এক এজাহারভুক্ত আসামি মো. আবু সাঈদ (৩৮) কে গ্রেফতার করেছে। তিনি শাজাহানপুর উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।

মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২৪ খ্রিঃ অনুযায়ী, অভিযুক্ত আবু সাঈদ বিরুদ্ধে Arms Act, Explosives Act এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। এই মামলায় গত ১ জুলাই ২০২৫ সকাল ১০টার দিকে পুলিশ তাকে তার নিজ বাড়ি দড়িনন্দগ্রাম গ্রাম থেকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়ার পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এই গ্রেফতারের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।