গোবিন্দগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ ও জরিমানা আদায় | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ ও জরিমানা আদায় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুলাই, ২০২৫ ০১:৫৮
গোবিন্দগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ ও জরিমানা আদায়
উপজেলা সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাঃ

গোবিন্দগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ ও জরিমানা আদায়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে একটি অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ করেছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

অভিযানটি পরিচালিত হয় ১লা জুলাই ২০২৫ রাতে, গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায়, সেনাবাহিনীর নেতৃত্বে।

অভিযানের বিস্তারিত

মঙ্গলবার (১লা জুলাই) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় অবস্থিত বিভিন্ন সার ও কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, এবং মেসার্স প্রধান কৃষি সম্ভার থেকে ৪৩৪ বস্তা সার এবং ৬৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান অভিযুক্ত ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করা বাহিনী

অভিযানটি পরিচালনা করেন গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাপ্টেন মোঃ ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম সহ সেনাবাহিনীর সদস্যরা।

কৃষকদের উদ্বেগ

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে তা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এতে কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকি তৈরি হয়ে পড়েছিল, যা প্রান্তিক কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছিল।

কৃষি অধিকার সংরক্ষণের দাবি

স্থানীয় কৃষকেরা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে তারা সঠিক দামে সার এবং বীজ পেতে পারেন এবং তাদের কৃষি পণ্য উৎপাদনে কোনো সমস্যা সৃষ্টি না হয়।