আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না: রুহুল কবির রিজভী | Daily Chandni Bazar আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না: রুহুল কবির রিজভী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১২:০৩
আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না: রুহুল কবির রিজভী
ড্যাব আয়োজিত রক্তদান কর্মসূচিতে বক্তব্য বিএনপি নেতার
জালাল উদ্দিন, রংপুর:

আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না: রুহুল কবির রিজভী

আনুপাতিক (পিআর) ভোট পদ্ধতি চালু হলে স্থানীয় পর্যায়ে নেতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “একজন ব্যক্তি যখন এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে, মানুষের সঙ্গে মেলামেশা করে, তখনই সে ধীরে ধীরে নেতা হয়ে ওঠে। পিআর পদ্ধতি চালু হলে মানুষ আর ব্যক্তিকে নয়, দলকে ভোট দেবে। এরপর দল কেন্দ্র থেকে যার নাম বলবে, সে-ই হবে এমপি। এতে স্থানীয় নেতৃত্ব, গণসংযোগ এবং গণভিত্তির রাজনীতি বিলীন হয়ে যাবে।”

তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

পিআর পদ্ধতির বিরোধিতা

রিজভী বলেন, “পিআর ভোট আসলে আরেক ধরনের স্বৈরতন্ত্রের জন্ম দেবে। কোনো প্রতিষ্ঠান থেকে আর নেতৃত্ব আসবে না। গণতন্ত্র মানেই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। যেখানে জনগণ নিজ এলাকার প্রতিনিধি নিজে নির্বাচন করবে।”

তিনি আরও বলেন, “যে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ। আমরা চেয়েছি— জনগণের ভোটে গঠিত সরকার, জনগণের সঙ্গে সম্পর্কিত নেতৃত্ব।”

আভ্যন্তরীণ রাজনীতি ও গণতন্ত্র

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছে ড্যাব। রিজভী বলেন, “১৬ বছর ধরে আমরা ভয়াবহ এক দুঃশাসনের মধ্য দিয়ে যাচ্ছি। আবু সাঈদের রক্তে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, সেই গণআন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ে। এই রক্তের ঋণ, এই আত্মত্যাগ আমরা ভুলে যেতে পারি না।”

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, “রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যুতে পর্যন্ত মানবিকতা প্রকাশ করেননি প্রধানমন্ত্রী। তার ওপরও জঙ্গি বলে অপবাদ দেওয়া হয়েছিল, অথচ সবাই দেখেছে— পুলিশ কীভাবে গুলি করেছে।”

গুম-খুনের চিত্র তুলে ধরেন

গুম কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে রিজভী বলেন, “মানুষকে তুলে এনে নির্যাতন করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। মায়ের সামনে মেয়েকে নির্যাতন করা হয়েছে। এই রক্তপিপাসুদের যেন আবার রাজনীতিতে ফেরার সুযোগ না হয়— সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন।”

দলের নেতাকর্মীদের সতর্কতা

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, “চাঁদাবাজি, দখলবাজি, সাধারণ মানুষকে হয়রানি— এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কারও আচরণে যেন মানুষ কষ্ট না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ অপকর্মে জড়ালে দল ব্যবস্থা নেবে— কোনো ছাড় নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

ড্যাবের রংপুর মহানগর আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, বিএনপি নেতা মাহফুজ উন নবী ডন, শহিদুল ইসলাম মিজু, ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদল নেতা নুরুন্নবী চৌধুরী মিলন, নাজমুল আলম নাজু, ডা. খালেকুজ্জামান বাদল, ডা. মাহমুদুল হক সরকার এবং ডা. শরীফুল ইসলাম প্রমুখ।

রিজভী শেষ পর্যন্ত বলেন, “আমরা গণতন্ত্র চাই— পেশিশক্তি নয়। জনগণের শাসন চাই— একদলীয় দানবীয় রাষ্ট্র নয়।”