গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১২:১৪
গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
উপজেলা সংবাদদাতা, পলাশবাড়ী, গাইবান্ধাঃ

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা এলাকা থেকে ২৪৫ পিস ইয়াবাসহ ফিরোজ উদ্দিন (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
 
আটককৃত ফিরোজ উদ্দিন ঢোলভাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
 
 গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
পরবর্তীতে তাকে পলাশবাড়ী থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কেউ এই অপরাধে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় আনা হবে।”
 
এদিকে, মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা যৌথ বাহিনীর এমন সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।