
বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে রুহুল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়।
আটক কনস্টেবল রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অভিযোগ রয়েছে যে, তিনি মাঝে-মধ্যে নিজেকে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন তিনি নিশ্চিন্তপুর এলাকায় চাঁদা আদায় করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। পরে এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাপলা খাতুন শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”