বগুড়ায় বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন স্কলার্স ও NUAC | Daily Chandni Bazar বগুড়ায় বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন স্কলার্স ও NUAC | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুলাই, ২০২৫ ২১:০৩
বগুড়ায় বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন স্কলার্স ও NUAC
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন স্কলার্স ও NUAC

বগুড়ায় বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও NUAC বগুড়া শাখা। শনিবার (৬ জুলাই ২০২৫) শহরের কামারগাড়িস্থ স্কলার্স ও NUAC-এর নিজস্ব ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রাব্বানী। তিনি বলেন, “এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং ভবিষ্যতের লক্ষ্যপূরণে অনুপ্রেরণা হয়ে ওঠে।”

স্কলার্স ও NUAC এর পরিচালক মুয়াজ বিন মোস্তাফিজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“তোমাদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। বিশ্ববিদ্যালয় জীবনের সময়টিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে জীবন হবে সম্ভাবনাময়। আর এই সময় অপচয় করলে অর্জিত মেধা ও সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হবে। প্রথমে একজন মানবিক মানুষ হতে হবে—তবেই কেবল তোমরা দেশ ও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন

কোচিংয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও অভিভাবকেরা। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি শেষ হয় দোয়া ও মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে।