চারঘাটে বিএসটিআই’র অভিযানে ভেজাল পানি উৎপাদনকারীকে জরিমানা | Daily Chandni Bazar চারঘাটে বিএসটিআই’র অভিযানে ভেজাল পানি উৎপাদনকারীকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ ০৩:০২
চারঘাটে বিএসটিআই’র অভিযানে ভেজাল পানি উৎপাদনকারীকে জরিমানা
খবর বিজ্ঞপ্তিঃ

চারঘাটে বিএসটিআই’র অভিযানে ভেজাল পানি উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীর চারঘাটে বিএসটিআই’র অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনের দায়ে ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ও মানসনদ ছাড়া খাবার পানি (জার) এবং ব্যাটারী পানি উৎপাদন ও বাজারজাত করছিল।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন ও ক্যাটায়ন ইউনিটসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উৎপাদিত ব্যাটারী পানির টিডিএস মাত্রা অনেক বেশি, যা যেকোনো ডিভাইসের ব্যাটারির জন্য ক্ষতিকর। এছাড়া তারা ‘ভলভো’ ব্র্যান্ড নকল করে ব্যাটারী পানি তৈরি করছিল।

খাবার পানির ক্ষেত্রেও ছিল ভয়াবহ অনিয়ম। কোনো কেমিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব না থাকা সত্ত্বেও জারজাত খাবার পানি বাজারে ছাড়ছিল প্রতিষ্ঠানটি।

বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস জানায়, জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে