
বগুড়া শহরের নামাজগড় মোড়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুলাই ) এ কর্মসূচির আয়োজন করেন শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন।
লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রহিমা খাতুন মেরি।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম আজাদ, সাধারণ সম্পাদক মিলন আকন্দ, সাংগঠনিক সম্পাদক সানবীর আহম্মেদ শয়ন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, শহর মহিলা দলের সভাপতি সাহিনুর বেগম সানু, সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, দপ্তর সম্পাদক এ্যাড. সোহেলী মাহমুদ, নারী অধিকার বিষয়ক সম্পাদক কামরুন নাহার, সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি।
যুবনেতা বাইতুল্লাহ শেখ, শাহ আলম শেখ, সুমন, সুজিত, সোহাগ এবং ছাত্রনেতা রাঙ্গা, জিতু, স্বাধীন, বিলকিস, মেরি ও হাসিসহ মহিলা দল ও যুব দলের অন্যান্য নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।