বগুড়ায় গৃহবধূ হত্যা: স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় গৃহবধূ হত্যা: স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ০১:৩৩
বগুড়ায় গৃহবধূ হত্যা: স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় গৃহবধূ হত্যা: স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

রোহান ও বেলি বেগম। ছবি: সংগৃহীত

বগুড়ার গৃহবধূ ববি খাতুন হত্যা মামলায় তার স্বামী ও স্বামীর পরকীয়া প্রেমিকাকে রাজধানীর সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ সাভার এর যৌথ অভিযানে আশুলিয়ার বসুন্ধরা টেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মো. রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে বেলি বেগম (২৪)।

বৃহস্পতিবার র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ মে রাতে যৌতুকের দাবিতে বগুড়ার জহুরুল নগরে ভাড়া বাসায় গৃহবধূ ববি খাতুনকে শারীরিক নির্যাতনের পর স্বামী রোহান পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। পরদিন নিহতের মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে রোহান ও বেলি বেগমকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।