বগুড়ায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ | Daily Chandni Bazar বগুড়ায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ০১:৩৬
বগুড়ায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

বগুড়া শহরে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া ও চকসুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বাড়ি থেকে ফেন্সিডিল, গাঁজা, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
চকসুত্রাপুর এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে মো. ফেরদৌস (৪৫), সিরাজ শেখের ছেলে মো. শাওন শেখ (২৭), সেউজগাড়ি পালপাড়া এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ (৪৫), তার স্ত্রী মোছা. তাসলিমা বেগম (৩৭) এবং মেয়ে আইরিন আক্তার সোনালী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বগুড়া শহরের দুটি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। সেউজগাড়ি এলাকা থেকে তিনজন এবং চকসুত্রাপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের বাড়ি থেকে ১১টি দেশীয় অস্ত্র, ১টি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেন্সিডিল, গাঁজামাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

সেনাবাহিনীর তথ্য মতে, গ্রেপ্তারকৃত আলম আকন্দ ও তার স্ত্রী তাসলিমা বেগমের বিরুদ্ধে ১০ থেকে ১২টি মাদক মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. সাজ্জাদ রায়হান আকাশ। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।