সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই ইমো হ্যাকার আটক | Daily Chandni Bazar সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই ইমো হ্যাকার আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ০২:৪৩
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই ইমো হ্যাকার আটক
নিজস্ব প্রতিবেদক

সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই ইমো হ্যাকার আটক

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে সেনাবাহিনীর একটি সফল অভিযানে দুইজন ইমো হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক হয়েছে। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন— মরাপাতিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে জয় এবং আব্দুল মান্নানের ছেলে শামীম
তারা দীর্ঘদিন ধরে ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৪টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল এবং ৩০টি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থার জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ইমো হ্যাকিং ও প্রতারণা বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।