বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, অভিষেক ২৩ আগস্ট | Daily Chandni Bazar বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, অভিষেক ২৩ আগস্ট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১২:৫১
বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, অভিষেক ২৩ আগস্ট
নিজস্ব প্রতিবেদক

বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, অভিষেক ২৩ আগস্ট

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষমীর্জা সেলিম রেজা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনসাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আলম মিলন, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, এড. আব্দুল মান্নান, শামীম আলম, জহুরুল ইসলাম, গোলজার হোসেন মিঠু, মুক্তার শেখ, সায়েদুজ্জামান বিজয়হারুন তালুকদার

২৩ আগস্ট অভিষেক, গঠন করা হলো আহ্বায়ক কমিটি

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ আগস্ট নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে পাঁচটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিভিন্ন দপ্তরের বাজেট পেশ ও আলোচনা

সভায় ক্লাবের বিভিন্ন দপ্তরের সম্পাদকরা বাজেট উপস্থাপন করেন এবং এসব বাজেটের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

স্ট্যাটাস ও সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ে সতর্কতা

সভায় প্রেসক্লাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও বিব্রতকর স্ট্যাটাস না দেওয়ার জন্য সদস্যদের সতর্ক করা হয়। পাশাপাশি, যেসব ব্যক্তি পূর্বে সদস্যপদ না পেয়ে ক্লাব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, তাদেরকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ছাড়া গ্রুপ নিষিদ্ধের আহ্বান

সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া অন্য কোনো নামে কেউ গ্রুপ পরিচালনা করলে তা বন্ধ করার আহ্বান জানানো হবে।