
রংপুরের কাউনিয়ায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির নেতাদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “নবনির্বাচিত এই কমিটি পেশাদার সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং জনস্বার্থ রক্ষায় প্রেসক্লাব কাউনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
প্রেসক্লাব নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। স্থানীয় সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিতে আমরা জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।”
উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ঠিকাদার মানিক সরকার
মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হামিদ
ইউনিয়ন বিএনপি নেতা রাশিদুল ইসলাম
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি
রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম সদরুল
উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হালিম
যুবদল নেতা মনু সরকার
সমাজসেবক মোশারফ হোসেন রকসি
ক্রীড়া সংগঠক সাইদুজ্জামান বাবু
ব্যবসায়ী লতিফ এবং মাহবুব আলম প্রমুখ।
তারা আরও বলেন, “নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গণমাধ্যম কর্মীরা আরও সুসংগঠিত হবেন এবং সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।”