এসএসসিতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার চমকপ্রদ ফলাফল | Daily Chandni Bazar এসএসসিতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার চমকপ্রদ ফলাফল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৩:১০
এসএসসিতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার চমকপ্রদ ফলাফল
GPA-৫ প্রাপ্তির হার ৭১.৭৮ শতাংশ, পাশের হার ৯৯.৩১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক

এসএসসিতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার চমকপ্রদ ফলাফল

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া অসাধারণ ফলাফল অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে তিনটি বিভাগে মোট ২৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৮৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৯.৩১ শতাংশ। সর্বোচ্চ গ্রেড GPA ৫.০০ অর্জন করেছে ২০৬ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৭১.৭৮ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলঃ

বিভাগ মোট পরীক্ষার্থী পাশের সংখ্যা A+ A A- B F পাশের হার GPA 5.00 এর হার
বিজ্ঞান ২০৫ ২০৫ ১৭৭ ২৮ ১০০% ৮৬.৩৪%
মানবিক ৫৩ ৫১ ২২ ২৭ ৯৬.২৩% ৪৩.১৪%
ব্যবসায় শিক্ষা ৩১ ৩১ ১৯ ১০০% ২২.৫৮%
মোট ২৮৯ ২৮৭ ২০৬ ৭৪ ৯৯.৩১% ৭১.৭৮%
 

অধ্যক্ষের প্রতিক্রিয়া ও শুভেচ্ছা বার্তা

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুন্জুরুল হক এই অসাধারণ ফলাফলের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন,
“উত্তরোত্তর উন্নতির ধারায় প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে। আগামীতে আরও ভালো করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই সাফল্যের পেছনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের সভাপতি ও পুলিশ সুপার জনাব মো. জেদান আল মুসা, পিপিএম, এবং প্রশাসক জনাব মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানের ফলেই এই অনন্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

যৌথ বিবৃতিতে অভিনন্দন ও প্রতিশ্রুতি

এক যৌথ বিবৃতিতে সভাপতি, প্রশাসক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানান। তারা জানান, ভবিষ্যতেও একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করা হয়।