খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক | Daily Chandni Bazar খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৩:১৮
খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
উপজেলা সংবাদদাতা, খানসামা, দিনাজপুর

খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিজ শয়নকক্ষে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত জরিনা বেগম ওই গ্রামের নাজির উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকেই স্বামী নাজির উদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তারা জানান, দীর্ঘদিন ধরেই জরিনা বেগম পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। ঘটনার আগের দিনও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়।

সকালে তার মরদেহ ঘরের সরের (ছাদের কাঠামো) সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খানসামা থানায় খবর দেন।

পুলিশ বলছে তদন্ত চলছে

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন,
"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।”

এলাকায় চাঞ্চল্য, পরিবারের বিচার দাবি

ঘটনার পর থেকে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।