রায়গঞ্জের ফুলজোর নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar রায়গঞ্জের ফুলজোর নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৪:০১
রায়গঞ্জের ফুলজোর নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

রায়গঞ্জের ফুলজোর নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার তেলিজানা ও ভূঁইয়াগাঁতী এলাকার শতাধিক বাসিন্দা ভূঁইয়াগাঁতী ব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী মহল বিগত ৪-৫ মাস ধরে ব্রিজের আশেপাশের বসতবাড়ির আঙিনায় বাংলা ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙন, ফসলি জমির ক্ষতি ও ব্রিজটির স্থায়ীত্ব নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

বিক্ষোভের খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অভিযুক্ত বালু ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।

এ সময় রায়গঞ্জ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রায় তিন শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুলজোর নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে একটি চক্র বিপুল অর্থ উপার্জন করছে। এর ফলে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি, এমনকি ব্রিজ ধ্বংসের আশঙ্কাও দেখা দিয়েছে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন বলেন,

"নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"