
বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী ও রংপুর রেঞ্জের অধীন সকল জেলা এবং মেট্রোপলিটন এলাকায় অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে এখন থেকে দুই বিভাগের মোট ১৫১টি থানায় ঘরে বসেই সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে।
আগে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করার সুযোগ থাকলেও, এখন হুমকি, মারামারি, প্রতারণা, নিরাপত্তা সংক্রান্ত অভিযোগসহ সকল ধরনের জিডি অনলাইনেই দাখিল করা যাবে।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে আরেকটি অগ্রগামী পদক্ষেপ
বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখার এআইজি ইনামুল হক সাগর জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণ ও জনবান্ধব করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন থানাগুলোতে অনলাইন জিডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি থানায় এই সেবা চালু করা হবে।
সেবাটি ব্যবহারের পদ্ধতি
সেবা গ্রহণের জন্য যে কেউ গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি (Online GD)’ অ্যাপ ডাউনলোড করে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন একবার করলেই ভবিষ্যতে তা পুনরায় করতে হবে না।
কোনো ব্যবহারকারী রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে গিয়ে সমস্যায় পড়লে, ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করতে পারবেন।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
বাংলাদেশ পুলিশ জানায়, দ্রুত, সহজ এবং স্বচ্ছভাবে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি কমবে, পুলিশের প্রতি আস্থা বাড়বে এবং অপরাধ দমনে কার্যকর সহযোগিতা নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।