সলঙ্গায় অটো-নছিমন সংঘর্ষে স্কুলছাত্র সিয়াম নিহত | Daily Chandni Bazar সলঙ্গায় অটো-নছিমন সংঘর্ষে স্কুলছাত্র সিয়াম নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ০২:২২
সলঙ্গায় অটো-নছিমন সংঘর্ষে স্কুলছাত্র সিয়াম নিহত
জি. এম. স্বপ্না, সলঙ্গা, সিরাজগঞ্জ:

সলঙ্গায় অটো-নছিমন সংঘর্ষে স্কুলছাত্র সিয়াম নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যান ও নছিমনের সংঘর্ষে সিয়াম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নিহত সিয়াম সলঙ্গার নাইমুড়ি-চকপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে এবং নাইমুড়ি কিষান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি 'স্বপ্ন বিলাস' কফি হাউস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাদার সঙ্গে আম কেনার উদ্দেশ্যে সিয়াম অটোভ্যানে করে সলঙ্গা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

সিয়ামের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।