ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ০২:২৪
ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ

ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়িকে নৃশংস ভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের ভয়বহতা বৃদ্ধিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ছাত্রজনতার পক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- আবু সালেহ মুসা, কাওছার হোসেন, আলমগীর হোসেন আরাফ, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, নূর আলম হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে খুন, চাঁদাবাজ, দখলবাজ, মাদকসহ নানান অপকর্ম বৃদ্ধিতে প্রশাসনের নিরব ভুমিকা পালন নিয়ে কঠিন হুশিয়াড়ি প্রদান করেন। সেই সাথে খুন, চাঁদাবাজ সহ সকল অপকর্মের সঙ্গে জড়িতের তালিকা প্রকাশ করে দ্রুত আইনের আওতায় এনে সব্বোর্চ শাস্তির দাবি জানানো হয়। সবশেষে দেশ ও জনগণের কল্যাণে মোনাজাত করা হয়।