
সরকারি আজিজুল হক কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু এক মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব। বগুড়ার গাবতলী থেকে আসা শিক্ষার্থীটি আর্থিক সংকটে ভর্তিতে অনিশ্চয়তায় পড়লে বিষয়টি জানতে পারেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব। এরপর তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর ভর্তি ফি ও অন্যান্য খরচ বহনের সিদ্ধান্ত নেন।
শুধু এ ঘটনাই নয়, জানা গেছে, এর আগেও আতিকুল ইসলাম বিপ্লব একাধিক দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছেন। ব্যক্তি উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে আতিকুল ইসলাম বিপ্লব বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। কোনো শিক্ষার্থী যেন শুধু অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে চেষ্টাই করি।”
সহায়তা পাওয়া শিক্ষার্থী ইমতিয়াজ বশার আবেগাপ্লুত হয়ে বলেন, “আতিক ভাই শুধু টাকাই দেননি, তিনি আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহসও দিয়েছেন। আমি কৃতজ্ঞ ছাত্রদলের প্রতি। ভবিষ্যতে আমি চাই আরেকজন অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়াতে।”
বিপ্লবের এই মানবিক উদ্যোগ শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অনেকেই এটিকে সমাজে সচেতনতা ও সহমর্মিতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।