মব সন্ত্রাস প্রতিরোধে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar মব সন্ত্রাস প্রতিরোধে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ২২:৩৭
মব সন্ত্রাস প্রতিরোধে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক

মব সন্ত্রাস প্রতিরোধে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মব সন্ত্রাস ও শিক্ষাঙ্গনে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এর আগে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বক্তারা বলেন, “গুপ্ত সংগঠনের মাধ্যমে সারা দেশে মব সন্ত্রাস ছড়ানো হচ্ছে, যা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। এসব অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল মাঠে রয়েছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার প্রমুখ।

বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শহর ছাত্রদলের সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।