বগুড়ায় শিক্ষা উন্নয়ন বন্ধ ১৬ বছর ধরে: বাদশা | Daily Chandni Bazar বগুড়ায় শিক্ষা উন্নয়ন বন্ধ ১৬ বছর ধরে: বাদশা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ ০১:৪৪
বগুড়ায় শিক্ষা উন্নয়ন বন্ধ ১৬ বছর ধরে: বাদশা
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় শিক্ষা উন্নয়ন বন্ধ ১৬ বছর ধরে: বাদশা

বগুড়া সদরের পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার (১৩ জুলাই) দুপুরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেন, “বিগত ১৬ বছর ধরে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো উন্নয়ন হয়নি। পলাতক ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা অবহেলিত ছিল।”

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া বলেই শেখ হাসিনা এই অঞ্চলের প্রতি হিংসা পোষণ করেন। এর ফলেই এখানে স্কুল-কলেজ কিংবা অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

রেজাউল করিম বাদশা আরও বলেন, “বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বগুড়ায় যে উন্নয়ন হয়েছে, তা বিএনপি সরকারের আমলেই হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে শুধু বগুড়াই নয়, সারা দেশের উন্নয়ন নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুল বারী সুমন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সহ-সভাপতি সামছুল আলম, হাসান জাহিদ হেলাল, এখলাছ মন্ডল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ।

বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের নেতৃত্ব দিতে হলে প্রয়োজন নৈতিকতা, শিক্ষা ও দেশপ্রেম।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।