
প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫ ১৮:১৬
জুলাই যোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছে মোহাম্মদ আলী হাসপাতাল।
বৃহস্পতিবার রাতে কর্মসূচিতে ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,
সাবেক এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবি সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
ডাঃ মৌদুদ হোসেন আলমগীর পাভেল, সিভিল সার্জন, অধ্যক্ষ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ডাঃ ওয়াদুদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এনসিপির পক্ষে শওকত ইমরান, গণ-অধিকার পরিষদের পক্ষে রাব্বি মন্ডল,
জুলাই যোদ্ধাদের পরিবার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, চিত্র প্রদর্শনী এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি বলে জানিয়েছে আয়োজক কমিটি।
দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই কর্মসূচির উদ্দেশ্য। শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যম সৃষ্টির আহ্বানও বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।