উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহতদের হাসপাতালে ভর্তি | Daily Chandni Bazar উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহতদের হাসপাতালে ভর্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫ ১৮:২০
উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহতদের হাসপাতালে ভর্তি
জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
নিজস্ব প্রতিবেদক

উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহতদের হাসপাতালে ভর্তি

রাজধানী ঢাকার উত্তরায় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। আজ, সোমবার বেলা ১টার পর এই দুর্ঘটনা ঘটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, দুর্ঘটনার পর দগ্ধদের দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আজ বেলা ৩টা পর্যন্ত ইনস্টিটিউটে ২৮ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

এখন পর্যন্ত ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন:

১. শামীম ইউসুফ (১৪),
২. মাহিন (১৫),
৩. আবিদ (১৭),
৪. রফি বড়ুয়া (২১),
৫. সায়েম (১২),
৬. সায়েম ইউসুফ (১৪),
৭. মুনতাহা (১১),
৮. নাফি (অনির্দিষ্ট),
৯. মেহেরিন (১২),
১০. আয়মান (১০),
১১. জায়েনা (১৩),
১২. ইমন (১৭),
১৩. রোহান (১৪),
১৪. আবিদ (৯),
১৫. আশরাফ (৩৭),
১৬. ইউশা (১১),
১৭. পায়েল (১২),
১৮. আলবেরা (১০),
১৯. তাসমিয়া (১৫),
২০. মাহিয়া (অনির্দিষ্ট),
২১. অয়ন (১৪),
২২. ফয়াজ (১৪),
২৩. মাসুমা (৩৮),
২৪. মাহাতা (১৪),
২৫. শামীম (অনির্দিষ্ট),
২৬. জাকির (৫৫),
২৭. নিলয় (১৪),
২৮. সামিয়া (অনির্দিষ্ট)।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং ঘটনাটি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।