বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, ঘাতক ট্রাক চালক গ্রেফতার | Daily Chandni Bazar বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, ঘাতক ট্রাক চালক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ০৩:১৭
বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, ঘাতক ট্রাক চালক গ্রেফতার
উপজেলা সংবাদদাতা, বড়াইগ্রাম, নাটোরঃ

বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, ঘাতক ট্রাক চালক গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত জন সহ মোট আটজনের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকচালক মহির উদ্দিন ( ৩০) কে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। সে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের বামন ডাঙ্গা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। বুধবার (২৩ জুলাই) সকালে বড়াইগ্রামের আইরমাড়ি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা মাইক্রোবাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে অসুস্থ আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনেরও মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ২৪-৪৮৬৪) চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৫/৯৮/১০৫ ধারায় বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।