বদরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি | Daily Chandni Bazar বদরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ০৩:২২
বদরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ, রংপুর

বদরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক এম এ সালাম বিশ্বাসের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নাগেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এম এ সালাম বিশ্বাস দৈনিক আমার দেশ পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি।

হামলার বর্ণনা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের ওই সময় সাংবাদিক সালাম বিশ্বাস নাগেরহাট এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ৮–৯ জন যুবক হঠাৎ পেছন দিক থেকে এসে তাঁর ওপর হামলা চালায়।
তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি মাথায় রড দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

হামলাকারীদের নাম ও আইনি পদক্ষেপ

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হামলাকারীদের মধ্যে রয়েছেন—নাগেরহাট এলাকার শাহিন, আরিফ, লিমন, রোস্তম, সেরাজুল ইসলাম, সেলিনা, মুকুলসহ আরও ৭–৮ জন।
ঘটনার পর সাংবাদিকের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সাংবাদিক নেতাদের প্রতিক্রিয়া

সাংবাদিক নেতৃবৃন্দ একে “নিন্দনীয় ও ন্যক্কারজনক” ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, “একজন সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলা শুধু ব্যক্তি নয়, মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

প্রশাসনের বক্তব্য

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চিকিৎসকের ভাষ্য

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. লিমা আক্তার বলেন, “আহত সালাম বিশ্বাসের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলে ওঠা জখম রয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।”