মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ২৯, ঢাকায় ভর্তি ৫৭ জন | Daily Chandni Bazar মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ২৯, ঢাকায় ভর্তি ৫৭ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ১২:৪২
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ২৯, ঢাকায় ভর্তি ৫৭ জন
নিজস্ব প্রতিবেদক

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ২৯, ঢাকায় ভর্তি ৫৭ জন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ২৯ জন নিহত এবং ৫৭ জন চিকিৎসাধীন বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এক যৌথ তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর ছয়টি হাসপাতালে হতাহতদের মধ্যে চিকিৎসা চলছে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে নিহতদের নাম এবং পরিচয় শনাক্ত না হওয়া মরদেহের সংখ্যাও।

হাসপাতওয়ার ভিত্তিতে হতাহতের পরিসংখ্যান:

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট:
ভর্তি: ৪৫ জন
মৃত: ১১ জন

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ):
ভর্তি: ১১ জন
মৃত: ১৫ জন

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল:
ভর্তি: ১ জন
মৃত: ০ জন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল:
ভর্তি: ০ জন
মৃত: ১ জন

লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার:
ভর্তি: ০ জন
মৃত: ১ জন (অজ্ঞাত)

ইউনাইটেড হাসপাতাল লিমিটেড:
ভর্তি: ০ জন
মৃত: ১ জন

এর আগে বুধবার দুপুরে, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ জানান, দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি ৬৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১২ জন আইসিইউতে আছেন।

উল্লেখযোগ্যভাবে, এখনো ৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে স্বজনদের মাঝে উদ্বেগ ও শোকের আবহ বিরাজ করছে।